199991

যে কারণে সিলেট গেলেন ঐক্যফ্রন্ট নেতারা

আমাদেরসময় : ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সমবেদনা জানাতে সিলেট গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে তাদেরকে শুভেচ্ছা জানান স্থানীয় নেতারা। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন ঐক্যফ্রন্ট নেতারা।

সফরকারী দলে রয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।

বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে শাহ জালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করতে যান তারা। পরে দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন ফখরুলসহ অন্য নেতারা। বিকালে তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন সায়েম।

পাঠকের মতামত

Comments are closed.