231268

অগ্নিকাণ্ডে পুরে ছাই হলো ক্রিকেট বোর্ডের এক লাখ টাকা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আর এই অগ্নিকাণ্ডে ক্রিকেট বোর্ডের এক লাখ টাকা পুরে ছাই হয়ে যায়।

ক্রিকেট বোর্ডের একটি সুত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় তলায় বিসিবির টুর্নামেন্ট কমিটির স্টোর রুমের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন ধরে গেলে তা রুমে ছড়িয়ে পড়ে।

এতে রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ১ লাখ টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তবে সেখান থেকেই অক্ষত অবস্থায় আরও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির অফিসে আগুন লেগে যায়। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সূত্র: যুগান্তর

পাঠকের মতামত

Comments are closed.