231265

দণ্ডপ্রাপ্ত না হয়েও জেল খাটছে সজল

ডেস্ক রিপোর্ট : বড় ভাই আসামি। তাকে না পেয়ে ছোট ভাইকে আটক করেছে পুলিশ। রাজশাহীতে নারী নির্যাতনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজলের পরিবর্তে ছোট ভাই সজলকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। ইত্তেফাক

আদালত ও আসামি পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানাধীন ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার তোফাজ উদ্দিনের পুত্র সজল মিয়াকে (৩৪) গত ৩০ এপ্রিল সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করে পুলিশ। প্রকৃতপক্ষে ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি তার বড় ভাই ফজল ওরফে সেলিম। এ বিষয়ে আদালতে আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।

আটক সজল মিয়ার আইনজীবী মোহন কুমার সাহা জানান, অপরাধী না হয়েও সজল সাজা ভোগ করছে। তিনি বলেন, আলোচিত নারী ও শিশু মামলা নং- ৫৩৪/২০০১, সূত্র: শাহ মখদুম থানার মামলা নং-০৮, তাং-২০/৫/২০০১। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৬(১) ধারায় করা এ মামলার প্রকৃত আসামি আটক সজল মিয়ার বড় ভাই ফজল ওরফে সেলিমসহ ৫ জন।

বিষয়টি অবহিত করে তিনি আটক সজলকে মামলার দায় হতে অব্যাহতির জন্য রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতে আবেদন জানিয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.