231295

এবারের বিশ্বকাপে বাংলাদেশি দর্শকরা অনেক সারপ্রাইজ আশা করতে পারে -অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট : ক্রিকেট সম্পর্কে খুবই কম জানি আমি। তবে সুযোগ পেলেই বাংলাদেশের ম্যাচগুলো দেখা হয়। নিজ দেশের খেলা দেখতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এবার জমে যাবে ক্রিকেট বিশ্বকাপ। বিশেষ করে এবারের বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট টিম এখন অনেক শক্তিশালী। যে কোনো দলকে হারানোর ক্ষমতা তাদের রয়েছে। আর আইসিসি এবার প্রথমেই বলেছে এটা হবে ‘সারপ্রাইজ শো’।

তবে কী চমক থাকবে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতবারের বিশ্বকাপের কিছু খেলার কথা মনে পড়ছে আজ। ২০১৫ সালের বিশ্বকাপে তামিম ইকবাল স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের যে স্কোরটি করেছিল তা এখনো চোখে লেগে আছে। এছাড়া ওই একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আরো একটি রেকর্ড গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ছিল ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির রেকর্ড। ম্যাচটি দেখার পর আমি তার খেলার ফ্যান হয়ে গেছি।

আর আমাদের কুল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তো রয়েছেনই। তার মতো ক্যাপ্টেন আমাদের রয়েছে, এটাও তো কম পাওয়া না। ম্যাচকে তার অধিনায়কত্ব কৌশল দিয়ে জিতিয়ে দেওয়ার রেকর্ড ম্যাশের রয়েছে। আজ ওয়েস্টইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে। এ খেলায় পাকিস্তানকেই আমি এগিয়ে রাখতে চাই। আর ২রা জুন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মিস করতে চাই না। আমার বিশ্বাস প্রতিটি ম্যাচই আমরা এবার জিতবো। সূত্র: মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.