231515

নিউইয়র্কে ব্রঙ্কসের ‘টাঙ্গাইল শাড়ি ঘর’ আধুনিক পোষাকে নতুন সাজে!

ডেস্ক রিপোর্ট : ঈদ সামনে রেখে বেশ জমে ওঠেছে নিউইয়র্কের অন্যতম ফ্যাশন হাউস ‘টাঙ্গাইল শাড়ী ঘর’। বাহারি ডিজাইনে চোখ ধাঁধানো শাড়ি সালোয়ার কামিজ সহ রুচিশীল, আধুনিক পোষাকে নতুন সাজে সেজেছে অভিজাত এ ফ্যাশন হাউসটি। নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২১৫০ স্টারলিং-বাংলাবাজার এলাকার এ ফ্যাশন হাউসটি ঘুরে দেখা গেছে, আকষর্ণীয় সব পোশাকে কানায় কানায় পূর্ণ ফ্যাশন হাউসটি। নতুন ডিজাইনের ঝলমলে কাপড়, কসমেটিকস সহ নানা ডিজাইনের জুয়েলারী শোভা পাচ্ছে। রয়েছে শিশুদের জন্য ফতুয়া-পাঞ্জাবি সহ রকমারি পোশাক। প্রচুর ক্রেতা সমাগম। পছন্দের প্রিয় পোশাকটি কিনতে ভিড় করছেন। বেশি ভিড় শিশু-কিশোর ও নারীদের।

টাঙ্গাইল শাড়ী ঘরের অন্যতম স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, তাদের এখানে রয়েছে শাড়ী, সেলোয়ার-কামিজ, পায়জামা-পাঞ্জাবী ছাড়াও রোরখা, স্কার্ফ, হিজাব, কসমেটিকস সহ নানা ডিজাইনের জুয়েলারী। নতুন প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত নানা পোষাক। ঈদ সামনে রেখে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে রুচিশীল ও মানানসই সব ধরণের পোষাক-পরিচ্ছদ দিয়ে সাজানো হয়েছে তার স্টোরটি। ঈদ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ সেল।
টাঙ্গাইল শাড়ী ঘরের সেলস পার্সনরা জানালেন, ঈদ সামনে রেখে এ ফ্যাশন হাউসে নানা ধরনের বৈচিত্রময় পোশাক সামগ্রীর সমাহার ঘটানো হয়েছে। তাদের এখানে ছেলে-মেয়েদের সকল ধরণের আধুনিক রুচিসম্মত পোষাক-পরিচ্ছদ রয়েছে। পোশাকের দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে। জানালেন, দেশী পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

ক্রেতা নুরুল ইসলাম, কিং জাকির সহ অন্যান্যরা জানালেন, দেশীয় কাপড় ঈদ পোশাকের বাজারে আলাদা জায়গা করে নিয়েছে। তারা এখানে সব ধরনের পোশাক পাচ্ছেন কম মূল্যে। কেনা-কাটায় স্বচ্ছন্দবোধ করেন। কেনা-কাটায় দূরে কোথাও যাওয়ার দরকার হয় না। পছন্দের সব কিছুই হাতের নাগালের মধ্যেই পাচ্ছেন। দামও রিজেনেবল।

‘টাঙ্গাইল শাড়ী ঘর’র স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানান, তাদের স্টোরটিতে শুধু ঈদে নয়, দাম সবসময় রিজেনেবল। তবে ঈদ বলে কথা। কমিউনিটির মানুষজনের সাধ ও সাধ্যের বিষয়টি বিবেচনায় রেখে সব কিছু সাজানো হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই খোলা থাকে স্টোরটি। প্রয়োজনে যোগাযোগের অনুরোধ জানান হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.