231518

সাগরের তলদেশে ভ্রমণে উবার চালু করল সাবমেরিন ট্যাক্সি

রিবাতুল ইসলাম : গ্রেট ব্যারিয়ার রিফ দেখে আসতে পারেন আপনি মাত্র দেড় হাজার অস্ট্রেলিয় ডলার খরচ করলেই। চড়ে বসবেন উবার সাবমেরিন ট্যাক্সিতে। নিয়ে যাওয়া হবে আপনাকে সাগরের তলদেশে। অপার রহস্য অপেক্ষা করছে আপনার জন্যে সেখানে। কয়েক মাস আপনাকে অপেক্ষা করতে হবে ফ্লাইং ট্যাক্সির জন্যে। যা বার্লিনে পরীক্ষামূলক উড্ডয়ন হয়ে গেছে। কিন্তু সাবমেরিন ট্যাক্সি এখনি আপনার জন্যে প্রস্তুত। অস্ট্রেলিয়ার গ্রেস ব্যারিয়ার রিফ দেখতে এধরনের সাবমেরিন ট্যাক্সি যাত্রা শুরুও করে দিয়েছে গত ২৭ মে। নাম রাখা হয়েছে এ্যাকুয়াটিক ট্যাক্সি স্কুবার। ডেইলি স্টার ইউকে

আগামী তেসরা জুন পর্যন্ত সাবমেরিন ট্যাক্সি বুক করতে পারবেন। হেরন দ্বীফ থেকে যাত্রা শুরু করবে। ঘুরে আসবে ৯ থেকে ১৮ জুনের মধ্যে। এ প্রকল্পের জন্যে উবার দান করেছে ১ লাখ মার্কিন ডলার। সাগরের তলদেশে পরিবেশ বিরুপ পরিস্থিতিও হয়ত আপনার চোখ এড়াবে না। উবারের আঞ্চলিক ব্যবস্থাপক সুসান এ্যান্ডারসন বলেছেন, এধরনের সাবমেরিন ট্যাক্সিতে চড়তে পারলে অনেকের স্বপ্ন পূরণ হবে। বিশে^র বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য সাগরের তলদেশে নীল জলরাশির অতলে সে ঘুরে ঘুরে ফিরে আসবে দারুণ এক অভিজ্ঞতা সঞ্চয় করে।

পাঠকের মতামত

Comments are closed.