231925

ছেলেকে কিডনি দিচ্ছে মা, কিন্তু টাকা আসবে কোথা থেকে?

একমাত্র ছেলে সাদ্দাম হোসেনের (২২) দুটি কিডনিই অকেজো। আর তাই ছেলেকে বাঁচাতে কিডনি দিতে চান মা সামসুন্নাহার বেগম। কিন্তু চিকিৎসা করাতে খরচ হবে প্রায় ৫/৬ লাখ টাকা। কোনোভাবেই সেটা জোগাড় করার সামর্থ্য নেই হতদরিদ্র পরিবারটির। ফলে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চেয়েও ছেলেকে হারাতে বসেছেন মা।

অসুস্থ সাদ্দাম হোসেন বর্তমানে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি। মা সামসুন্নাহার বেগমের প্রশ্ন, ‘কিডনি আমি দেব, কিন্তু কিডনি প্রতিস্থাপনের টাকা কে দেবে?’

পাঠকের মতামত

Comments are closed.