236252

আফগানিস্তানে যুদ্ধাহত ব্রিটিশ সৈনিক এখন রেসিং প্রতিযোগিতায় এক দুর্ধর্ষ চালক

রিবাতুল ইসলাম : আফগানিস্তানে যুদ্ধের ময়দানে লড়াইয়ের সময় ৩৪ বছরের মার্টিন কম্পটনের শরীর আগুনে ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। তাকে সেনাবাহিনী থেকে সঙ্গত কারণেই সরে দাঁড়াতে হয়। কিন্তু জীবন যুদ্ধ থেকে সরে দাঁড়াননি মার্টিন। নতুন জীবন বরং তিনি পেয়েছেন রেসিং ড্রাইভার হিসেবে। হ্যা স্বীকার করেন মার্টিন ভয়াবহ সেই আগুনে পুড়ে যাবার পর অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু অদম্য বাসনাই তাকে জীবনে এখনো স্থির থাকতে সাহায্য করেছে। অস্ত্রোপচারের পর অস্ত্রোপচার আর পুনর্বাসনের মধ্যে দিয়ে মার্টিন ফের স্বাভাবিক জীবনে ফিরে আসার নতুন যুদ্ধ শুরু করেন। আগে থেকেই রেসিং’এর প্রতি ছিল তার গোপন ভালবাসা। এবার তা প্রকাশ্যে নিয়ে আসেন।

লি ম্যানস টুয়েন্টি ফোর আওয়ার রেসিং কার প্রতিযোগিতায় প্রতিবন্ধী চালকদের মধ্যে তিনি সাড়া ফেলে দেন। ২০০৬ সালের জুনে মার্টিন যোগ দেন আফগানিস্তানের যুদ্ধে। দুই মাসের মাথায় এক এ্যামবুশে পড়ে মারাত্মকভাবে আগুনে পুড়ে ভয়াবহভাবে আহত হন মার্টিন। ট্যাংক নিয়ে অভিযানে বের হয়েছিলেন মার্টিন। শত্রুদের এক গোলা এসে ট্যাংকের মধ্যে পড়লে আগুন ধরে যায় মার্টিনের সারা শরীরে। পুরো ট্যাংকটি বিস্ফোরিত হয়ে তার তিন সঙ্গী মারা যায়। তাকে লক্ষ্য করে দুবার গুলি চালায় শত্রুরা। তারপরও বেঁচে যান মার্টিন।

বেঁচে যখন গেলেন তাই নতুন চ্যালেঞ্জ নিতে পিছপা হননি মার্টিন। অন্তত ৫শ ঘন্টা অস্ত্রোপচারের যন্ত্রণা সইতে হয়েছে মার্টিনকে। এজন্যে তাকে আরেক মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘদিন খুব বেশি দূরে তাকিয়ে কিছু দেখতে পেতেন না মার্টিন। কিন্তু স্বজনরা তার পাশে এসে তাকে দৃঢ়তার সাথে ফের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। এরপর উঠে দাঁড়ান মার্টিন। রীতিমত রেসিং কার প্রশিক্ষণ শুরু করেন। ২০১৫ সালে তিনি যোগ দেন টিম ব্রিট লাইন আপে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিতে জিটি ফোর প্রতিযোগিতায় এসে অংশ নেন। মার্টিন বলেন, এই রেসিং আমাকে ফের তীব্র প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশ নিতে বাধ্য করে। আমি দুশ্চিন্তা ভুলে যাই। ফিরে পাই উম্মাদনা। অন্য প্রতিযোগিদের সঙ্গে ঘনিষ্ট হওয়ার সুযোগ পাই। তাদের সঙ্গে তুমুল উত্তেজনা ভাগাভাগি করে নেই। আফগানিস্তানের সেই দুঃসহ যন্ত্রণা ভুলে যাই। আগামী ২৯ জুন মার্টিন বার্ষিক কার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। মার্টিন তোমার জন্যে শুভকামনা।

পাঠকের মতামত

Comments are closed.