237336

সেরে উঠছেন মাহমুদউল্লাহ

অনলাইন সংস্করণঃ- মাহমুদউল্লাহ রিয়াদ ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কাফ মাসলে টান লেগেছিল তার।

স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ‘গ্রেড ওয়ান টেয়র’ ইনজুরি। যা খুব গুরুতর কিছু নয়। ক’দিনের বিশ্রামের সেরে ওঠা সম্ভব। কিন্তু মাহমুদউল্লাহর ক্রাচে ভর দিয়ে হাঁটার ছবিই ভক্তদের মনে একটু বেশিই শঙ্কার জন্ম দেয়। ভারতের বিপক্ষে ২ জুলাই খেলতে পারবেন তো? আশার বিষয় সেরে উঠছেন মাহমুদউল্লাহ। ক্রাচ ছাড়াই এখন হাঁটতে পারছেন তিনি।

বাংলাদেশ দলের ঠিকানা এখন ভারত ম্যাচের ভেন্যু বার্মিংহাম। অনেকে অবশ্য ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ আছেন বার্মিংহামেই।

শুক্রবার জুমার নামাজ পড়তে যান মাহমুদউল্লাহ। ছেলের সঙ্গে ক্রাচ ছাড়াই হেঁটেছেন তিনি। যে ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

অবশ্য মাহমুদউল্লাহ এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তবে ভারত ম্যাচের আগে পুরো সুস্থ হয়ে উঠবে বলে আশায় ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই। অধিনায়ক মাশরাফী আগেই বলে দিয়েছেন, মোটামুটি খেলার মতো অবস্থায় থাকলেও খেলবেন মাহমুদউল্লাহ। ভক্তরা তাই আশাবাদী হতেই পারেন।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.