237339

হুয়াওয়ে কর্মচারীরা চীনা সামরিক বাহিনীর ১০টি গবেষণা প্রকল্পে কাজ করেছে, দাবি ব্লুবার্গ প্রতিবেদনে

অনলাইন সংস্করণঃ- গত এক দশকে চীনা সামরিক বাহিনীর অন্তত ১০টি সামরিক প্রযুক্তির উন্নয়ন গবেষণায় অংশ নিয়েছে হুয়াওয়ের প্রযুক্তি বিশারদ প্রকৌশলীরা। তবে এই বিষয়ে কিছুই জানেনা বলে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে হুয়াওয়ে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক গণমাধ্যম ব্লুবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবী করা হয়। সূত্র : বিজনেস ইনসাইডার, ব্লুবার্গ ।

মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদন সূত্রে প্রকাশ, হুয়াওয়ের বিশেষজ্ঞরা পিপলস লিবারেশন আর্মি ( পিএলএ)-এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ও উন্নয়ন থেকে শুরু করে সামরিক বেতার সংযোগের উন্নয়ন ইত্যাদি গবেষণায় ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এই প্রতিবেদন এমন সময় প্রকাশ করা হলো যখন ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ টেলিকম এবং নেটওয়ার্ক প্রযুক্তি বিষয়ক কোম্পনিটির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে দারুণ ক্ষতির মুখে ফেলবে বলেও স্বীকার করেছেন হুয়াওয়ের শীর্ষ নির্বাহী রেন ঝেংফেই।

ব্লুবার্গ প্রতিবেদন প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় হুয়াওয়ে মুখপাত্র জো কেলি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমাদের কর্মীরা ব্যক্তিগত পর্যায়ে সামরিক বাহিনীর সঙ্গে গবেষণাপত্র প্রকাশ করেছেন কিনা সেই বিষয়ে আমাদের কোন ধারণা নেই।’ এসময় তিনি জানান, পিএলএ-র সঙ্গে আমাদের কোন গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতার সম্পর্ক নেই।

হুয়াওয়ে মুখপাত্র আরো বলেন, ‘বেসামরিক কাজে ব্যবহৃত প্রযুক্তি পণ্য ও সেবা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। এর বাহিরে সামরিক কাজে ব্যবহার উপযোগী প্রযুক্তি তৈরি বা বেসামরিক প্রযুক্তির সামরিকায়ন আমাদের গবেষণা এবং উন্নয়ন কাজের অংশ নয়।’

এদিকে গত এক বছর ধরেই হুয়াওয়ে নিয়ে অব্যাহত উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে কোম্পানিটির মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ম প্রজন্মের নেটওয়ার্ক স্থাপনে যন্ত্রপাতি সরবরাহে নিষেধাজ্ঞা দেয়া হয়। এছাড়াও, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে হুয়াওয়ের সম্পর্ককেও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করছে মার্কিন সরকার। চীনা কোম্পানিটির তৈরি নেটওয়ার্ক সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার ওপর গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হবে, এমন আশংকা ঘিরেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। তবে চীন সরকার শুরু থেকেই বলে আসছে, সরাসরি প্রতিযোগিতায় হুয়াওয়ের সঙ্গে সুবিধা করতে না পেরে যুক্তরাষ্ট্র অন্যায় নিষেধাজ্ঞার পথ বেঁছে নিয়েছে।

 

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.