242678

হাথুরুসিংহের সঙ্গে কী আলাপ হলো তামিম-সুজনের

অনলাইন সংস্করণঃ- বাংলাদেশকে নজরকাড়া সাফল্য এনে দিয়েছিলেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই কোচ। এখন টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অবস্থান করছে শ্রীলঙ্কায়। তামিমদের সেখানেই দেখা হয়ে গেল সাবেক কোচের সঙ্গে।

স্টিভ রোডসের বিদায়ের পর থেকেই কানাঘুষা চলছে বাঘের ডেরায় হাথুরু আসছেন সাকিবদের শিক্ষক হয়ে। ভারপ্রাপ্ত কোচ সুজনও বলেছিলেন হাথুরু ভালো কোচ। তিনি এলে ভালোই হবে। আজ টিম হোটেলে হাথুরুকে দেখা গেল তামিম-সুজনের সঙ্গে আলাপ করছেন। কী আলাপ হলো অবশ্য তা জানা যায়নি। সময়ই বলে দিবে তা।

বিশ্বকাপে ফিল্ডিংই ডুবিয়েছিল বাংলাদেশকে। টাইগার ফিল্ডারদের হেলায় ছেড়ে দেওয়া ক্যাচ শেষ পর্যন্ত হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই ফিল্ডিং যাতে আর না ভোগাতে পারে এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ফিল্ডিংয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে উইলিয়ামসনের সহজ রানআউট মিস মুশফিকের, ভারতের বিপক্ষে রোহিত শর্মার সহজ ক্যাচ হাতছাড়া তামিমের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্নারের ক্যাচ ফেলে দেন সাব্বির। এ ছাড়াও আরও ছোটখাট মিস তো প্রত্যেক ম্যাচেই ছিল।

তবে এসব এখন অতীত টাইগারদের জন্য। আজ সোমবার দুপুর থেকে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরান তামিম-মুশফিকরা। আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২৬ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.