248633

ভারতে সাইবার হামলা চীনের, ৬৮ লাখ নথি চুরি!

অনলাইন সংস্করণঃ- সম্প্রতি ভারতে সাইবার হামলা চালিয়েছে চীন। ভারতীয় স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের ওয়েসবাইটে হামলা চালিয়ে ৬৮ লাখ নথি হ্যাক করেছে চীনারা হ্যাকাররা।

বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ‘ফায়ার আই’ এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার খবর প্রকাশ করেছে কলকাতা২৪x৭।

খবরে বলা হয়েছে, চীনের ওই হ্যাকার তথ্য চুরি করার পর তা চীনা কর্তৃপক্ষের কাছে মোট দামে বিক্রি করছে। হ্যাকাররা এসব তথ্য অন্য দেশের কাছেও বিক্রি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদসংস্থা আইএএনএস এর খবরে বলা হয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে, রোগী ও চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য।

তবে বিষয়টি ভারতকে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার আই।

 

সূত্র কালেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.