248636

মোদিকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে আরব আমিরাত

অনলাইন সংস্করণঃ- দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার আরব আমিরাত যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরব দেশটি মোদিকে লাল গালিচায় সংবর্ধনা দেবে। ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননায়ও ভূষিত করবে আরব আমিরাত।

এশিয়া টাইমস জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নেতৃত্ব দেওয়ায় বিশেষ স্বীকৃতিস্বরূপ মোদিকে সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব জায়েদ প্রদান করবে আরব আমিরাত।

ভারত নিয়ন্ত্রিত মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর মোদিকে আরব দেশটির এমন সম্মাননা প্রদান সমালোচিত হচ্ছে।

৫ আগস্ট ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মীর থেকে দীর্ঘ ৭০ বছরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়। আশি হাজার অতিরিক্ত সেনা পাঠিয়ে আগের দিন কঠোর সামরিক পরিস্থিতি জাতি করা হয় সেখানে।

সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ এখন পর্যন্ত অন্তত চার হাজার মানুষ রাজনৈতিক নেতা ও নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

কারফিউ জারি করে সেখানকার মানুষকে রীতিমতো গৃহবন্দি করে রাখা হয়েছে। বন্ধ করে রাখা হয়েছে ইন্টারনেট সংযোগ এবং টেলিকমিউনিকেশন ব্যবস্থা। এখন পর্যন্ত কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেই মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বাড়ান মোদি। ৩৪ বছরের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আরব রাষ্ট্রটিতে সফর করেন।

আরব আমিরাতে এটি হবে মোদির তৃতীয় সফর। এ ছাড়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাহরাইনেও সফর করবেন।

একইভাবে সৌদি আরবের সঙ্গেও সুসময় যাচ্ছে ভারতের বিজেপি সরকারের। ফলে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করেছে সৌদি সরকার।

কাশ্মীর নিয়ে উত্তেজনা পরিস্থিতিতেই দেশটিতে সবচেয়ে বড় বিনিয়োগটি নিশ্চিত করে সৌদি জ্বালানি সংস্থা আরামকো। ইতিমধ্যে সৌদি সরকারও মোদিকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।

ভারতের সঙ্গে আরব আমিরাতের বার্ষিক ৬০ বিলিয়ন ডলারের বাণিজ্য আছে। জম্মু-কাশ্মীর নিয়ে বিজেপি সরকারের সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে আরব দেশটি।

বাহরাইনও ভারতে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। নয়াদিল্লির প্রতি সমর্থন জানাতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনেও বাধা দেয় বাহরাইন সরকার।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.