253372

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই কালো তালিকায় ২৭ এমপির ব্যবস্থা নেয়া হবে!

ডেস্ক রিপোর্ট : শুধু ছাত্রলীগ, যুবলীগ নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি মন্ত্রী, এমপিদেরও অপকর্মের তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশে একাধিক গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর একটি নিজস্ব টিম এই কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। বাংলা ইনসাইডার

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অপরাধ এবং অনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত ২৭ জন এমপিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা সন্ত্রাস , চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত বলে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রধানমন্ত্রী কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব টিম দিয়ে এই সব অভিযোগ যাচাই বাছাই করছেন। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরলেই এদের বিরুদ্ধে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে।

সূত্র আরো জানায়, এই ২৭ এমপির মধ্যে ঢাকার এমপি অন্তত ৩ জন। এদের বিরুদ্ধে জমি দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দান , ক্যাসিনো নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে । নারায়ণগঞ্জে রয়েছে ১ জন । বাকীরা চট্টগ্রাম, বরিশাল, যশোর, কুমিল্লা ও রাজশাহী এলাকা থেকে নির্বাচিত।
এদেরকে দলের শীর্ষ পর্যায় থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে। শেষ সতর্ক বার্তা যদি তারা গ্রহণ না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, কাউন্সিলের আগে দলের একটি ক্লিন ইমেজ তৈরী বরতে চান প্রধানমন্ত্রী । এই ক্লিন ইমেজের অংশ হিসেবেই তিনি এই তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.