254859

কানাডার মার্গারেট ও লন্ডনের বার্নার্ডিন জুটি বুকার পুরস্কার জয় করলেন 

ডেস্ক রিপোর্ট : টাইয়ের ঘোষণা দিয়ে বিচারকরা তাদের বিধি ভেঙে মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন এভারিস্টোকে ২০১৯ এর বুকার পুরস্কারের জন্য সম্মিলিত বিজয়ী ঘোষণা করেছেন। মার্গারেট অ্যাটউড দ্য ব্লাইন্ড অ্যাসাসিন ও দ্য হ্যান্ডমেড টেল-এর জন্য মনোনীত হন। এই জুটিকে ৫০ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। বিবিসি, উইকিপিডিয়া

বুকার জয়ী দুজনই বেশ আলোচিত হয়েছেন কারণ মার্গারেট হলেন সবচেয়ে বয়স্ক বুকার বিজয়ী এবং এভারিস্টো একজন কৃষ্ণাঙ্গ নারী। তাদের নাম ঘোষণার পর এই জুটিটি মঞ্চে উঠে হাত ধরে দাঁড়ান এবং অ্যাটউড রসিকতা করে বলেন, আমি বয়স্ক তবে এ পুরস্কারে আমি খুব আনন্দিত। এটি আমার পক্ষে বেশ বিব্রতকর হত, যদি এখানে একা থাকতাম।

৭৯ বছর বয়স্ক মার্গারেট এলিয়েনর অ্যাটউড হলেন একাধারে একজন কানাডিয়ান কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, উদ্ভাবক, শিক্ষক এবং পরিবেশকর্মী। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে দ্য হ্যান্ডমেইড টেল, পেব্যাক, দ্য রোবার ব্রাইট, সারফেইসিং ছবি এবং কবিতার মধ্যে মর্নিং ইন দ্য বার্নেড হাউস, পাওয়ার পলিটিকস, দ্য ডোর উল্লেখযোগ্য। অন্য বুকার জয়ী বার্নার্ডিন এভারিস্টো একজন ব্রিটিশ লেখক। ৬০ বছর বয়সী ওই লেখকের সর্বশেষ উপন্যাস গার্ল, ওম্যান, অদার উল্লেখযোগ্য। তিনি যৌথভাবে এবারে ম্যান বুকার পুরস্কার জিতেছেন এবং গর্ডন বার্ন পুরস্কার ২০১৯ এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন।

১৯৯২ সালে শেষবার যখন টাই হয়েছিলো তখন পুরস্কারের নিয়মগুলো পরিবর্তন করা হয় এবং আয়োজকরা এই বছরের বিচারকদের জানিয়েছিলেন যে তাদের দুইজনকে বিজয়ী বাছাই করার অনুমতি নেই। তবে পাঁচ ঘণ্টা আলোচনার পর বিচারকদের পক্ষে একজনকে বেছে নিয়ে অন্যজনকে বাদ দেয়া সম্ভব হয়নি। বিচারকরা সাংবাদিকদের বলেন, আমরা তাদের সম্পর্কে যত বেশি আলোচনা করেছি ততই তাদের লেখার প্রতি মুগ্ধ হয়েছি এবং দুইজনকে পুরস্কার জয়ী করার সিদ্ধান্ত দিয়েছি।

পাঠকের মতামত

Comments are closed.