254861

ঘন্টায় সাড়ে ২২ হাজার মাইল বেগে ছুটছে গ্রহ থেকে ছিটকে পড়া ১১১ ফুট উড়ন্ত পাথর খণ্ড

ডেস্ক রিপোর্ট : নাসা বলছে মহাকাশ বিজ্ঞানীরা চলতি সপ্তাহের শুরুতে বিষয়টি জানতে পারেন। তারা সতর্ক করে বলছেন এধরনের পাথর খণ্ড যদি পৃথিবীর দিকে ছুটে আসে তাহলে তা ঠেকিয়ে দেয়া বা দিক পরিবর্তন করে নিরাপদ স্থানে সরিয়ে দেয়ার মত প্রযুক্তি এখনো মানুষের হাতে নেই। অথচ এটি ক্রমশ পৃথিবীর কাছাকাছি এসে পড়ছে। পাথর খণ্ডটি সূর্যকে ২৪০ দিনে একবার প্রদক্ষিণ করছে এবং পৃথিবীকে অতিক্রম করছে বছরে একবার। এভাবে ছুটতে ছুটতে পাথর খণ্ডটি ক্ষয়ে গেলে কপাল ভাল। আরটি

এধরনের পাথর খণ্ড বা মহাকাশে বিভিন্ন জঞ্জাল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যে জাতিসংঘ ‘ওয়ার্ল্ড এস্ট্রয়েড ডে’ পালন করছে। জাতিসংঘ এধরনের মহাকাশে বিচরণ করতে থাকা বড় পাথর খণ্ড সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং এধরনের বড় গ্রহাংশ পৃথিবীর ওপর এসে পড়লে তা শুধু বিস্ময় নয় বরং বিপদজনক হয়ে উঠতে পারে। সর্বশেষ সোমবার পাথর খণ্ডটি পৃথিবী ও বুধের মধ্যেকার দূরত্বের চেয়ে ৫০ গুণ কাছে অবস্থান করছিল। তবে তা এখনো ১১৫ বছর সময়ের ৯ লাখ ৩০ হাজার মাইল দূরত্বে রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.