256872

আমিনুল প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জিততে চান

ডেস্ক রিপোর্ট : ভারতের মাটিতে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। ম্যাচে অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। তবে ভারতকে দেড়’শ করতে দেয়নি স্পিনাররা। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া লেগ স্পিনার বিপ্লব এদিন ভালো ফর্মে ছিলেন। ২২ রান খরচায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নিজের যোগ্যতার জানান দিয়েছেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে কীভাবে বোলিং করলেন এ তরুণ? আমিনুলের জবাব, ‘(লক্ষ্য ছিল) ব্যাটসম্যানকে ভেবে, ব্যাটসম্যান কোন জায়গায় খেলতে চাচ্ছে, ওদের বিপক্ষে বল করা। জায়গা মতো বোলিং করা। এটাই পরিকল্পনা ছিল, আর আমাদের সবার বিশ্বাস ছিল আমরা পারব। আল্লাহর রহমতে পেরেছি।’

তবে আগের দিন অভিষেক ম্যাচের চেয়ে ভালো টার্নও পেয়েছেন আমিনুল। দারুণ এক ঘূর্ণিতেই কুপোকাত করেছেন রাহুলকে। তবে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। কারণ তার বোলিংয়ের ভিডিও নিয়ে নিশ্চয় কাটাছেঁড়া করবে ভারতীয়রা। আর এ চ্যালেঞ্জটা নিচ্ছেন এ লেগি, ‘ভালো দলের বিপক্ষে চ্যালেঞ্জ থাকে কি করতে হবে না হবে। তো কোচ আছে, ভিডিও এনালিস্ট আছে ওদের সঙ্গে কথা বলব কীভাবে কি করলে আরও ভালো করা যায়। ওইভাবে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ।’

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ খেলতে পারায় আত্মবিশ্বাস বেড়েছে আমিনুলের। সামনে আরও ভালো করার প্রত্যয় নিয়ে তিনি বলেন, ‘ভারত খুব ভালো দল। ওদের সঙ্গে জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ্ সবাই ভালো চেষ্টা করেছে এবং আমরা জিততে পেরেছি। প্রথম ম্যাচটা আমরা জিতেছি, আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। পরের ম্যাচটা আরও ভালো খেলতে হবে।’

পাঠকের মতামত

Comments are closed.