256847

ভারতীয়রা নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে হেরে যাবে তা কিছুতেই মানতে পারছে না

ডেস্ক রিপোর্ট : সাকিব-তামিম ছাড়া ভারতের মাটিতে এমন দূষিত আবহাওয়ায় তাদের হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। মুশফিকের অসাধারণ অর্ধশতকে বাংলাদেশ সহজেই পৌঁছে যায় জয়ের বন্দরে। বাংলাদেশের এ দুর্দান্ত জয় কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের সাংবাদিক থেকে সমর্থকরা। বিরূপ প্রতিক্রিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লেখা হলো নতুন ইতিহাস। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। দিল্লির বিষাক্ত বাতাসের সাথে টিম ইন্ডিয়া সমর্থকদের বুকে লাল সবুজ উল্লাস বিধেছে তীর হয়ে।

বিশ্ব ক্রিকেটে হাজারতম টি-টোয়েন্টি ম্যাচটা জিতল বাংলাদেশ। তবে এ জয়টা আরও বড় করে লেখা থাকবে বাংলাদেশের ক্রিকেটে। কারণ প্রতিপক্ষটা যে ভারত। যে ভারতের কাছে বহুবার জিততে জিততে হেরেছে টাইগাররা।

ভারতীয় সমর্থক থেকে সাংবাদিক, এই হার মেনে নিতে পারছেন না কেউই। তাইতো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে প্রশ্ন। বাংলাদেশ কি তাহলে আপসেট করলো স্বাগতিকদের?

জবাবে রোহিত শর্মা বলেন, ‘দেখুন এটাকে আপসেট বলব না। দিনটা ওদের ছিল। আমি বলব, ওরা আমাদের হারিয়েছে। আর পরিসংখ্যান দেখে অনেক কিছু বলতে পারেন। তবে এ বাংলাদেশ দল আর আগের দলের মাঝে অনেক পার্থক্য রয়েছে। নতুন অনেক ক্রিকেটার রয়েছে যারা দারুণ খেলছে। তবে আমরা আমাদের খেলায় মনোযোগ দিতে চাই।’

নিজেদের দিনে টাইগারদের কাছে ধরাশয়ী হবে যে কেউ। সেই বিশ্বাস এখন ক্রিকেটারদের মাঝে।

পাঠকের মতামত

Comments are closed.