257600

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ১৮ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন!

ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এক রায়ের ভিত্তিতে শুক্রবার মুক্তি পান সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা (৭৪)। কারাগার থেকে বের হওয়ার পর বামপন্থী সমর্থকরা লাল পতাকা উড়িয়ে এবং ফ্রি লুলা লেখা ব্যানার নিয়ে কারাগারের সামনে সমবেত হন এবং লুলাকে স্বাগত জানান। বিবিসি, আল জাজিরা

এর আগে ব্রাজিলের উচ্চ আদালত জানায়, আপিলের সুযোগ শেষ হওয়ার আগে দোষী সাব্যস্ত অপরাধীদের কারাগারে পাঠানো যাবে না। বিষয়টি কার্যকরের ফলে হাজার হাজার বন্দিসহ সুবিধা পেলেন সাবেক প্রেসিডেন্ট লুলাও।

দেশটির কুরিটিবা শহরের একটি কারাগারে বন্দি ছিলেন লুলা। কারাগার থেকে মুক্ত হয়েই সমর্থকদের উদ্দেশ্যে আঙুল দিয়ে বিজয় চিহ্ন দেখান তিনি। এ সময় জনতার উদ্দেশ্যে চিৎকার করে লুলা বলেন, ‘‘বাইরে বৃষ্টি অথবা তাপমাত্রা ৪০ যাই হোক না কেন, ৫৮০ দিন ধরে শুভ সকাল, শুভ বিকেল, শুভ রাত্রি বলে চিৎকার করেছি। আমি ভাবতে পারিনি যে, এখানে নারী-পুরুষের সঙ্গে কথা বলতে পারব।’’ এ সময় নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতিও দেন লুলা।

বামপন্থী লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। গত বছরেও প্রেসিডেন্ট নির্বাচনে তার গূরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। কিন্তু দুর্নীতির অভিযোগে তাঁকে কারাবরণ করতে হয়। এর ফলে ডানপন্থী বলসোনারো সহজেই নির্বাচনে জয়লাভ করেন।

প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ দেওয়ার শর্তে বিরাট অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় লুলার বিরুদ্ধে। এরপরই ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাকে। যদিও লুলা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

পাঠকের মতামত

Comments are closed.