258485

পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই: প্রধানমন্ত্রী

পেঁয়াজের ঊর্ধ্বমুখী বাজারদরের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কার্গো বিমান ভাড়া করে পেঁয়াজ আনা হচ্ছে। কাল-পরশু পেঁয়াজ এলে দাম কমে যাবে। কাজেই আর চিন্তা নাই।’ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে চলমান পেঁয়াজের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি। আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।‘

পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই যে এই ধরনের চক্রান্তের সাথে কেউ জড়িত আছে কিনা।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবে, আবহাওয়ার কারণে অনেক পণ্যের উৎপাদন বাড়ে বা উৎপাদন কমে। আর পেঁয়াজটা বেশিদিন রাখা যায় না। এখন কেউ যদি পেঁয়াজ সংরক্ষণ করে দুই পয়সা কামাতে চান, তাদের এটাও মনে রাখতে হবে যে পেঁয়াজ তো পঁচেও যাবে। এখন পঁচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। তো মানুষকে এই কষ্ট দেওয়াটা কেন? কারা এর পেছনে আছে সেটাও আমাদের দেখতে হবে। যতই আমরা এগিয়ে যাই, মানুষ যখন ভালো থাকে, তখনই একটা না একটা ইস্যু তৈরির চেষ্টা থাকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়াতেও এখন পেঁয়াজের দাম বেশি, সেখানে ১০০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনতে পারে। একটা স্টেটে মাত্র দাম কম আছে। ওই স্টেটের বাইরে পেঁয়াজ যেতে দেয় না, শুধু ওই স্টেটেই দাম একটু কম। সার্বিকভাবে সেখানেও দাম বেশি।’

তিনি আরও বলেন, ‘আমরা যেখান থেকে কিনছি, আমাদেরকে বেশি দামেই কিনতে হচ্ছে। তাই সমস্যা যাতে না থাকে সেজন্য কার্গো ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে।’ “পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

দেশের মানুষের জন্য একটা সুন্দর জীবন দেওয়াই তার সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘একটা শ্রেণি আছে, একটা গোষ্ঠী আছে। মানুষ যত ভাল থাকবে তারা তখন মনোকষ্টে ভোগে অসুস্থতায় ভোগে।এখন তাদের এই রোগ কিভাবে সারানো যায়, এটা জনগণই বিচার করবে। জনগণই এটা দেখবে।’

পাঠকের মতামত

Comments are closed.