259545

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিথি পাখির কলকাকলীতে মুখর

ডেস্ক রিপোর্ট : গোধূলীর শেষে সূর্য যখন ডুবু ডুবু তখনই মাথার ওপর দিয়ে দল বেঁধে উড়ে যাচ্ছে একঝাঁক অতিথি পাখি। রাতের শেষে সূর্য যখন পূর্ব দিগন্তে উঁকি দিতে শুরু করে, তখন কাঁথা মুড়ে ঘুমের ঘোরে আচ্ছন্ন ব্যস্তনগরীর বাসিন্দারা, তার আগেই জেগে ওঠে পাখিরা। সকালের সিগ্ধতায় ছোঁয়া লাল আভাময় পরিবেশে পাখির কিচির মিচির ডাক যেন এক নৈসর্গিক আবহাওয়া উপহার দেয়।

শীত আসতে না আসতেই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলকাকলিতে মুখরিত ক্যাম্পাস, বাড়ছে পাখিপ্রেমীদের ভিড়। ক্যাম্পাস সাজছে নতুন রূপে। তবে অতিথি পাখির আগমনে এই নির্জন ক্যাম্পাসের জলাশয়গুলো এরই মধ্যে প্রাণচঞ্চল হয়ে উঠেছে। পাখির কলতানে দিনভর মুখর থাকে এসব জলাশয়। অতিথি পাখির আগমন লেকগুলোতে মুগ্ধতা ছড়াচ্ছে। ইতোমধ্যেই পাখি আসার খবর শুনে ক্যাম্পাসে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি পাখি এসেছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় ১২টি জলাশয় রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের জলাশয়, জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন জলাশয়, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ভেতরের জলাশয়, সুইমিংপুল এলাকার জলাশয়ে অতিথি পাখির আধিক্য দেখা যায়। এই জলাশয়গুলো অতিথি পাখির জন্য উন্মুক্ত করে রাখা হয়।

পাঠকের মতামত

Comments are closed.