260858

নেহেরু ক্যাম্পসে মারধরের ঘটনায় অভিনেত্রী দীপিকা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার রাতে জওহার লাল নেহেরু ক্যাম্পসে (জেএনইউ) মারধরের ঘটনায় ঐশী ঘোষসহ আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন দীপিকা। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই ওই ঘটনায় সরব হয়েছেন, কিন্তু অভিনেত্রী দীপিকা একেবারে আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়ালেন। এঘটনায় দীপিকার বিরুদ্ধে বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বা¹া ট্যুইটারে ক্ষোভ জানিয়ে লিখলেন ‘টুকড়ে টুকড়ে গ্যাং আর আফজাল গ্যাংকে সমর্থন করার জন্য দীপিকা পাড়ুকোনের সিনেমা ব্যান করুন।’ টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি

এর আগে দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা যে নিজেদের মত তুলে ধরতে ভয় পাইনি, সে জন্য আমি গর্বিত। কী হতে পারে, এটা না-ভেবে যে আমরা নিজেদের বক্তব্য তুলে ধরছি, এটা সত্যিই খুব দৃষ্টান্ত। ফিল্মমেকার সৃজিত মুখোপাধ্যায় দীপিকার এ পদক্ষেপকে স্যালুট জানিয়ে লিখছেন, ‘বেপরোয়া মাস্তানি, কুর্নিশ’। দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী এবং ফিল্মমেকাররা।

তবে চোখরাঙানির এই প্রথম নয়! এ যেন দীপিকা পাড়ুকোনের কাছে জলভাত। দীপিকার ‘পদ্মাবত’ ছবিটির জন্য করণী সেনার হুমকি সহ্য করতে হয়েছিল দীপিকা, রণবীর এবং ছবির পরিচালক সঞ্জয় লীলা বন্সালীকে। সেই সব শাসানি, চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়েই দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’ ছবিটি ৫৮৫ কোটি টাকার উপরে ব্যবসা করেছিল।

রোববার সন্ধ্যায় লোহার রড, ব্যাট, অ্যাসিড নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায় এবিভিপি-র সন্ত্রাসীরা। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফেটে যায়, পাঁচটি সেলাই দিতে হয়েছে। ঐশী ঘোষের মা শর্মিষ্ঠা ঘোষ উদ্বেগ প্রকাশ করে বলছেন, মেয়েকে হোস্টেলে রাখার ব্যাপারে ভাবনাচিন্তা করতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ-তে হামলার প্রতিবাদে দুর্গাপুরের মিছিলে যোগ দেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.