260860

সোলেইমানি মৃত্যুর আগে ৬ বার ‘আল্লাহ’র নাম লিখেছিলেন

ডেস্ক রিপোর্ট : গত ৩ জানুয়ারি ভোরে বাগাদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানি জেনারেল কাসেম সোলেইমানি। কিন্তু নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সোলাইমানি কিছু কথা লিখে গেছেন। যেখানে ৬ বার আল্লাহর নাম উল্লেখ ছিল। বাংলাদেশে টুডে

সোলাইমানি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ফ্লাইটযোগে বাগদাদে যাওয়ার আগে আধ্যাত্মিক কথাগুলো লিখে যান। আবাসিক কক্ষে তিনি কাগজটি রেখে যান। যেখানে তার একটি প্রার্থনা লেখা ছিল।

জেনারেল সোলাইমানির আধ্যাত্মিক কথাগুলো নিচে তুলে ধরা হল:-

“হে আল্লাহ! আমাকে একা ছেড়ো না

হে আল্লাহ! আমাকে গ্রহণ করো

হে আল্লাহ! আমি তোমার সাথে সাক্ষাৎ পছন্দ করি

সেই একই সাক্ষাৎ যা নবী মূসাকে (আ.) দাঁড়াতে ও শ্বাস নিতে অক্ষম করেছিলো

হে আল্লাহ! আমাকে গ্রহণ করো

সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যিনি বিশ্বজগতের প্রভু

হে আল্লাহ! আমাকে বিশুদ্ধরূপে গ্রহণ করো।”

উল্লেখ্য, আজ সোলেইমানির মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন লাখো জনতা। নিজ জন্মভূমি কেরমান শহরে শীর্ষ জেনারেলকে দাফনের প্রক্রিয়া চলছে। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.