261203

ভারতে ধর্ষণ প্রতিরোধে ‘সেফটি সু’ তৈরি

ডেস্ক রিপোর্ট : নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এটি করেছেণ ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাপ্পা রায়।তিনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। এ তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জুতার নাম রাখা হয়েছে ‘সেফটি সু’। এ জুতায় ব্যবহৃত হচ্ছে টেকনোলজির কিছু সফটওয়্যার। যেমন, জিপিএস সিস্টেম, যা দিয়ে সহজেই লোকেশন ট্র্যাকিং করা যাবে। পাশাপাশি থাকবে ছ’শো ভোল্টের এ সি কারেন্ট। অর্থাৎ নারীরা চাইলেই এই জুতোর বৈদ্যুতিক ক্ষমতা দিয়ে অনায়াসে যে কাউকে আঘাত করতে পারবেন।

সেফটি সু’র দাম মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই থাকছে । ইভটিজিংয়ের সম্মুখীন হলে মেয়েরা অনায়াসেই এই সেফটি জুতো ব্যবহার করে আত্মরক্ষা করতে পারবেন।
আবিষ্কারক বাপ্পা রায় বলেন, ‘উচ্চমানের ভোল্টেজের সাথে এই জুতোর মধ্যে জিপিএস সিস্টেম বসিয়ে খুব সহজে ট্র্যাকিং করার সুযোগ থাকছে। জুতার আভ্যন্তরীণ সার্কিটে লিথিয়াম আয়ন ব্যাটারির সাড়ে চার ভোল্টকে কমপক্ষে ছ’শো এসি ভোল্টেজে রূপান্তর করা হয়েছে।’

তিনি জানান, সার্কিটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১৪০ টাকা। সার্কিটের ভেতরে রয়েছে ডায়োড, ট্রানজিস্টর, ট্রান্সফরমার ইত্যাদি। সার্কিটটি জুতার ভেতর বসিয়ে সেখান থেকে কিছু ধাতব তার জুতার বাইরের গায়ে লেগে থাকবে। ওই তারগুলোয় থাকবে উচ্চমানের ভোল্টেজ। একটি ফুল চার্জের ব্যাটারি শুরুতেই এক হাজার ভোল্টের ধাক্কা দিতে সক্ষম হবে।ব্যাটারি চার্জিং হবে হাঁটতে হাঁটতেই। জুতার ভিতরে থাকা সুইচটি দরকারের সময় অন করে দিলেই উদ্দেশ্য সফল করা সম্ভব হবে।

সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.