261472

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে

ডেস্ক রিপোর্ট : করোনোভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল সোমবার পর্যন্ত ৮১ জন মারা গেলেও এক দিনের ব্যবধানে আজ মঙ্গলবার তা ১০৬ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ১০৬ মারা যাওয়া ছাড়াও চার হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর সংক্রমণ ঠেকাতে ভ্রমণ ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে চীন। যে উহান শহর থেকে এ ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই শহরটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চীনা নববর্ষের চলমান ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। উহান শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

এদিকে চীনের বাইরেও করোনোভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুর ও জার্মানিতে নতুন আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.