261827

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন শিক্ষক মধু মিশ্রিত মদ পান করে!

ডেস্ক রিপোর্ট : চীনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এর ওষুধ আবিষ্কার নিয়ে যখন গবেষকদের ঘুম হারাম হয়ে যায় ঠিক তখন নতুন কথা শোনালেন এক ব্রিটিশ শিক্ষক।

মদের সঙ্গে মধু মিশিয়ে কয়েক দিন পান করার ফলেই তিনি করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। ব্রিটিশ শিক্ষক নিজেই এই পরীক্ষা করেছেন। ২৫ বছর বয়সী কনার রিড নামের এই শিক্ষক সংবাদমাধ্যম দ্য সানকে জানান, চিকিৎসকরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। তবে তিনি তা সেবন না করে মদের সঙ্গে মধু মিশিয়ে কয়েক দিন খেয়েছেন। আর তাতেই নাকি তিনি সুস্থ হয়ে উঠেছেন!

গত তিন বছর ধরে চীনে বসবাস করছিলেন ওয়েলসের নাগরিক কনার। চীনের বাচ্চাদের ইংরেজি পড়াতেন তিনি। ছয় মাস আগে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে যান তিনি। আর ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন। এ সময় তার শ্বাসকষ্টের পাশাপাশি প্রচণ্ড কাশি দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকের শরণাপন্ন হন কনার।

তবে চিকিৎসকের কোনো পরামর্শই তার ভালো লাগেনি। শিক্ষক জানান, শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করেছি আমি। একইসঙ্গে মধু দিয়ে মদ খেয়েছি। আসলে এটি একটি পুরনো ঘরোয়া পদ্ধতি। এটি খেলে ঠাণ্ডাজনিত অসুখ সেরে যায়। আমি এই সময়ের কোনো অ্যান্টিবায়োটিক খাইনি। শুধু ইনহেলার গ্রহণ করেছি ও মধু মিশ্রিত মদ খেয়েছি। আর এখন আমি প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত।

অবশ্য, ব্রিটিশ নাগরিকের এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও বা অন্য কোনো দায়িত্বশীল সূত্র। এর আগে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে এক দল থাই চিকিৎসক। ফ্লু ও এইচআইভির অ্যান্টিভাইরাল ওষুধের একটি মিশ্রণ সেবন করিয়ে ৪৮ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত এক বয়স্ক চীনা নারীকে সুস্থ করে তোলার দাবি তাদের। সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.