261829

চীনের করোনাভাইরাস আতঙ্কে হংকংয়ে চালু হয়েছে নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট : চীন থেকে ছড়িয়ে করোনাভাইরাস এখন দুনিয়াজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এ ভাইরাসে শুধু চীনেই এখন পর্যন্ত মারা গেছেন ৭২২ জন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৪ হাজার ৫৪৬ জন। এর পরিপ্রেক্ষিতে এবার চীনের অধীনস্থ আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এক নতুন নিয়ম চালু করেছে।
বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, দেশটির নতুন নিয়মানুযায়ী চীন থেকে হংকংয়ে ফিরে আসা সবাইকে দু’সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক সেখানে পৌঁছলে তাকে হোটেল কক্ষে অথবা সরকার পরিচালিত কুয়ারেন্টাইন সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। অন্যদিকে হংকংয়ের অধিবাসীরা দেশে ফিরলে তাদেরকে বাড়ির ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

নতুন এই আইন কেউ অমান্য করলে তাকে শাস্তি হিসেবে জেল ও জরিমানা করা হবে। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান দেশটির কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত হংকংয়ে ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অপরদিকে ফিলিপাইনেও একজনের মৃত্যু হয়েছে।

চীনের বাইরে কমপক্ষে ২৮টি দেশে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে করোনাভাইরাস। অন্যদিকে জাপানে একটি প্রমোদতরীতে কমপক্ষে ৪১ জন এ ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

শুক্রবার বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছেন, চীনে গত দু’দিনে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। সংস্থাটির মহাপরিচালক টেডরোস আধানোম ঘেব্রেয়েসাস জারার, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাচঁতে বিশ্বজুড়ে গাউন, মাস্ক ও গ্লোভসের মতো মেডিকেল সরঞ্জামাদির ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে এসব সরঞ্জামের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.