263003

করোনা আতঙ্কে কিছু ট্রোল ভাইরাল ছবি

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সময়ের ব্যবধানে এ ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যাও।
সংবাদ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৪৫ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন।

করোনাভাইরাসে শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ৩ হাজার ১৭৭ জন। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। সেখানে ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার ২৬৬ জন।

এতো কিছুর পড়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়েও বেশকিছু ট্রোল ভাইরাল হয়েছে। এতে করোনাভাইরাস আতঙ্ক না কমলেও এগুলো নিছক দুষ্টুমি ছাড়া আর কিছুই নয়।

পাঠকের মতামত

Comments are closed.