263001

ব্রিটিশ রানির সঙ্গে সকল সাক্ষাৎ বাতিল

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের আতঙ্কে সব ধরণের সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
শুক্রবার তার বাসভবন বাকিংহাম প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মত ব্রিটেনেও ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে ৯৩ বছর বয়সী রানির দৈনন্দিন কার্যাবলী নতুন করে সাজানো হয়েছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তিনি আপাতত সব ধরণের আনুষ্ঠানিক সাক্ষাৎ থেকে দূরে থাকবেন।

এছাড়া উত্তর-পশ্চিম লন্ডনের চেশায়ার ও উত্তর লন্ডনের ক্যামডেনে তার সফরসূচীও পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে রানির যোগাযোগ ও সাক্ষাৎ আগের মতই থাকবে।

ব্রিটেনে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় আটশো জন। করোনায় দেশটিতে প্রাণহারানোর মধ্যে দু’জন বাংলাদেশিও রয়েছেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.