263031

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের ‘সেলফ আইসোলেশনে’

ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, নিউজিল্যান্ডে প্রবেশ করলে প্রত্যেককেই ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

শনিবার এক ঘোষণায় তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে প্রবেশকারী সবাইকে ১৪ দিনের জন্য ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হবে। খবর বিবিসির।

একই সঙ্গে নিউজিল্যান্ডে আগামী ৩০ জুনের আগ পর্যন্ত কোনো প্রমোদতরীকে ঢুকতে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে অস্টিলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও একই ধরনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশে যেন করোনার প্রকোপ ছড়িয়ে পড়তে না পারে, সে কারণে অস্ট্রেলিয়ায় যাওয়া সব বিদেশি নাগরিককে দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে।

রোববার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে পা রাখা সব আন্তর্জাতিক যাত্রীকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে আগামী ৩০ দিন কোনো বিদেশি প্রমোদতরীকেও অস্ট্রেলিয়ার বন্দরে নোঙর করতে দেয়া হবে না। এ সময় পর্যন্ত সব ধরনের বিদেশি প্রমোদতরীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৫০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিনজন।

বর্তমানে বিশ্বের ১৫২ দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ৫৬ হাজার ৫৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে মারা গেছে ৫ হাজার ৮৩৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৭৫ হাজার ৯২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৯৯ জনের।

পাঠকের মতামত

Comments are closed.