264762

যে দামে বিক্রি হলো রেফারি তৈয়ব বাবুর জার্সি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সাকিব, মুশফিক ও মাশরাফির অনুসরণ করেছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

নিজের ঐতিহাসিক জার্সিটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। জার্সির ভিত্তিমূল্য দুই লাখ টাকা উঠেছিল।

আর সেই জার্সি শনিবার নিলামে বিক্রি হলো ৫ লাখ ৫৫ হাজার টাকায়।

দেশীয় নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনে শনিবার রাতে ভার্চুয়াল নিলাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নাসিম ফারুক খান মিঠু ৫ লাখ ৫৫ হাজার টাকায় জার্সিটি নিজের করে নিয়েছেন।

তৈয়ব হাসান বাবু ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ওই জার্সি পরে পরিচালনা করেছিলেন।

এবার সেই জার্সি বিক্রির অর্থ করোনা আক্রান্তদের সহায়তায় প্রদান করবেন বাংলাদেশের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী এ রেফারি।

সূত্র: যুগান্তর

পাঠকের মতামত

Comments are closed.