275262

ইউক্রেনে উৎকণ্ঠায় প্রায় ১৫০০ বাংলাদেশি

ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় দেড় হাজার বাংলাদেশি উৎকণ্ঠায় রয়েছেন বলে জানা গেছে।  পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ তথ্য জানিয়েছেন।  ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ওই প্রবাসী বাংলাদেশিরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

তিনি বলেন, ‘ওই প্রবাসী বাংলাদেশিরা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন।’

তিনি আরও বলেন, ‘যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।’

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেছেন, ‘ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।’

তিনি বলেছেন, পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে তাদের সীমান্ত খুলে দিয়েছে।  পোল্যান্ড সরকার এক ব্রিফিংয়ে আমাদের জানিয়েছে, ইউক্রেনে থাকা তৃতীয় দেশের নাগরিকরা সে দেশ ছাড়তে চাইলে, পোল্যান্ড ১৫ দিনের জন্য তাদের ট্রানজিটে থাকার অনুমতি দেবে।

 

 

পাঠকের মতামত

Comments are closed.