183069

দিল্লিতে অপহৃত ট্রাম্প!

নূসরাত জাহান: ভারতের রাজধানী দিল্লি থেকে ট্রাম্প অপহৃত হয়েছে। চারিদিকে হৈচৈ পড়ে গেছে এরই মধ্যে। ট্রাম্প বলে কথা। ট্রাম্পের খবর দিতে পারলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে অপহরণকারীকে ধরতে নেমেও গেছে দিল্লি পুলিশ। যা ভাবছেন বিষয়টি তা অবশ্য নয়। এ ট্রাম্প, সে ট্রাম্প নয়। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। এটি ৯ বছরের একটি কুকুর। যার নামও ট্রাম্প। দিল্লি রূপ নগর এলাকা থেকে তাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কুকুরটির মালিক মহেন্দ্র নাথ নামে এক ব্যক্তি। তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওমবীর নামে এক নিরাপত্তা রক্ষী ট্রাম্পকে হাঁটাতে নিয়ে যেতে বলেন। ওমবীর যখন ট্রাম্পকে সান্ধ্যকালীন ভ্রমণে নিয়ে যায় তখন গাড়িতে করে দু্ই ব্যক্তি এসে কুকুরটিকে তুলে নিয়ে যায়। নিরাপত্তা রক্ষী তাদের ধরার চেষ্টা করে। তবে তারা গাড়িতে থাকায় তিনি ধরতে পারেনি। গাড়ির পেছনে ছুটতে গিয়ে ওমবীর আহতও হয়েছেন। এরপর থেকে আর কুকুরটিকে পাওয়া যাচ্ছে না বলে কুকুরের মালিক থানায় অভিযোগ করে।

‘ট্রাম্প অপহরণের’ ঘটনায় একটি মামলাও নথিভুক্ত হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজ দেখে কুকুর অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জানারও চেষ্টা করছে। ভিডিওতে গাড়িটি দেখা গেলেও রেজিস্ট্রেশন নম্বর ঠিক মতো বোঝা যাচ্ছে না।

ট্রাম্পের মালিক জানিয়েছেন, এ জাতের কুকুর খুব একটা পাওয়া যায় না। কেউ তার কুকুরের সন্ধান দিতে পারলে তিনি ১১ হাজার রুপি পুরস্কার দেবেন।

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.