185535

ফ্যাশন সম্পর্কীয় কিছু মজার তথ্য

জামাল হোসেন: মূলত মানুষ পোশাক তৈরি করে যখন তাঁর শরীর ঢাকতে শিখে তখন থেকে ফ্যাশন এর উৎপত্তি। আজ মজার কিছু ফ্যাশন ফ্যাক্ট দেয়া হল-

(১) জানেন কি? ১৫ শতকের দিকে গর্ভবতী হওয়াটা একটি ফ্যাশন ছিল। এমন কি গর্ভবতী নয় এমন মেয়েরাও তাদের জামার নিচে বালিশ লুকিয়ে রাখতো যাতে তাকে দেখতে গর্ভবতী মনে হয়।

(২) ১৮ শতকের দিকে হাই হিলের এতটাই ফ্যাশন ছিল যে তারা ছোট বাচ্চাদেরও এই হাই হিল পরাতেন।

(৩) অবিশ্বাস হলেও সত্য যে, প্রথম ফ্যাশন ম্যাগাজিন বের হয়েছিল পুরুষদের জন্য যার নাম ছিল ‘লা মারকুয়ার গালান্ট’। এইটি প্রকাশিত হয়েছিল ১৬৭৮ সালে। আর এটাই ফ্যাক্ট যে এর ১৬ বছর পর নারীদের ফ্যাশন ম্যাগাজিন বের হয় বিক্রয়ের জন্য।

(৪) ১৮-১৯ শতকে মটর গাড়ি আবিষ্কার হওয়ার পর স্কার্টের প্রচলন শুরু হয়। মটর গাড়িতে মহিলাদের প্রবেশের সুবিধার জন্য ঘাঘরার মত বড় পোশাককে ছোট করে পরবর্তীতে স্কার্টের রুপ দেয়।

(৫) সরকার থেকে আশা আদেশ মাথায় হ্যাট পরতেই হবে। অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছুই নেই, এলিজাবেথ হ্যাটকে প্রচুর পছন্দ করতেন তাই তিনি প্রতি রবিবার ও সরকারি বন্ধের দিন ৭ বছরের উপরের সকল বালিকাদের উপর হ্যাট পরা বাধ্যতামূলক করেছিলেন। যারা অমান্য করতো তাদের জন্য শাস্তির ব্যবস্থাও ছিল।

(৬) নেপোলিয়ন বোনাপার্ট তাঁর সৈন্যদের জামার হাতায় বোতাম লাগানোর নির্দেশ দেন যাতে তারা তাদের নাকের পানি জামার হাতায় না মুছতে পারে।

(৭) ‘লেকোস্টে’ ছিল প্রথম কোন গার্মেন্টসের পোশাকের একটি লোগো।

(৮) হাস্যকর হলেও সত্য যে, মাইকেল জর্দান এর বাবাকে যে ব্যাক্তি হত্যা করে তিনি একটি মাইকেল জর্ডান টি-শার্ট পরা ছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.